সময় প্রতিদিন, নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহের ভালুকা উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বৃহস্পতিবার (১০ এপ্রিল) উপজেলা পুরাতন হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শামছুল হুদা খান, বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন, গোলজার হোসেন, রুহুল আমিন মাসুদ, মজিবুর রহমান মজু, রুহুল আমিন, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান ও জামায়েতে ইসলামী ভালুকা শাখার আমির সাইফুল্লাহ পাঠান, যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাসেল, শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ, প্রভাষক হাদিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, কৃষকদলের সদস্য সচিব তোজাম্মেল হক বকুল, জাসাস সভাপতি আহসান হাবিব রিপন, সেচ্ছাসেবক দলের নেতা কায়সার আহমেদ কাজল, ভালুকা সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলাম রফিক এবং ছাত্র যুব ও গণ গণঅধিকার পরিষদ ভালুকা শাখার নেতা সভাপতি আকরাম হোসেন সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীগন।
উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, এ বছর আমরা উপজেলা পরিষদ চত্বরে দু’দিন ব্যাপী বৈশাখী মেলা করবো, ১লা বৈশাখ উপলক্ষে সকালে শোভাযাত্র, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলায় বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পুরনো জিনিস পত্রের স্টল থাকবে।