শেখ আজমল হুদা, সময় প্রতিদিন:
প্রাইম এশিয়া বিশ^বিদ্যালয়ের মেধাবী ছাত্র সন্ত্রাসীদের হাতে নিহত হন জাহিদুল ইসলাম পারভেজ। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে ভালুকা উপজেলা বিরুনীয়া ইউনিয়নের কাইচান গ্রামে পারভেজের কবর জিয়ারত করতে যান ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু, যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ ও সদস্য সচিব রোকনুজ্জামান সরকার।
কবর জিয়ারত শেষে জাকির হোসেন বাবলু বলেন, এভাবে একজন মেধাবী ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে হত্যা করলো এটা মেনে নেওয়া যায়না। তিনি আরও বলেন, পারভেজের পরিবারের নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পারভেজ হত্যার মূল আসামী গ্রেফতার হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকান্ডের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য তারেক রহমান নিজে তদারকি করছেন।
রোকনুজ্জামান সরকার বলেন, পারভেজ হত্যাকান্ডের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন নেতা সরাসরি জড়িত। আমরা মনে করেছিলাম অপরাধীদের বিরুদ্ধে তারা সাংগঠনিক ব্যবস্থা নিবেন। কিন্তু তাদের ভূমিকায় আমরা হতাশ হয়েছি।
নিহত জাহিদুল ইসলাম পারভেজের শোকে মা পারভীন আক্তার কাঁদতে কাঁদতে অসুস্থ্য হয়ে পড়েছে। আজ তাকে ময়মনসিংহ এক ক্লিনিকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
কুয়েত প্রবাসী জসিম উদ্দিন বলেন, আমি আর বিদেশ গিয়ে কি করব, কার জন্যে যাব, আমার কেউ নাই, পারভেজের মা পুতের জন্য সারাদিন কান্দে। যাকে দেখে তাকেই বলে আমার কলিজার ধন এনে দাও, না দিলে আমিও মরে যাব।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, নিহত পারভেজের পিতা জসিম উদ্দিন, ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হামিদ ক্বারী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ, সালাউদ্দিন আহমেদ, মজিবুর রহমান মজু, নাছির উদ্দিন সরকার, রুহুল আমিন, সাখাওয়াত হোসেন পাঠান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জহির রায়হান, সিরাজুল ইসলাম ঢালী, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, সাবেক ইউপি চেয়ারম্যান কাইয়ুম সরকার রিপন, সাবেক কাউন্সিলর আমান উল্লাহ তাজুন, নূরুল হক মন্ডল, মো. মাসুদ পারভেজ চান মিয়া, মাওলানা এশফাকুর রহমান, মাওলানা শামছুর রহমান, নাজিম উদ্দিন আলম, মো. তিয়াশ মাহমুদ শুভ প্রমুখ। এছাড়াও উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাহিদুল ইসলাম পারভেজ উপজেলার বিরুনীয়া ইউনিয়নের কাইচান গ্রামের কুয়েত প্রবাসী জসিম উদ্দিন ও মা পারভীন আক্তারের একমাত্র ছেলে। তিনি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
গত ১৯ এপ্রিল রাজধানীর বনানীতে তুচ্ছ বিষয় কে কেন্দ্র করে ছুরিকাঘাতে তিনি নিহত হন। ২০ এপ্রিল রাত ৯টায় গ্রামের বাড়িতে নামাজে জানাযা শেষে পারিপারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।