নিজস্ব প্রতিবেদক, সময় প্রতিদিন:
রাজধানী বনানীতে অবস্থিত বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিহত শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ (২৪) শনিবার (১৯ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের সামনে সিঙ্গারা খাচ্ছিলেন।
এ সময় ইউনিভার্সিটি অব স্কলার্স-এর দুই ছাত্রী প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ২৫১ ব্যাচের সঙ্গে সেখানে আসেন।
এ সময় ওই ছাত্রীদের নিয়ে হাসাহাসির জের ধরে জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করলে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আট জনকে আসামী করে আরও অজ্ঞাতনামা ২০/৩০ জনের বিরুদ্ধে নিহতের চাচাতো ভাই হুমায়ুন কবির রোববার (২০এপ্রিল) বনানী থানায় একটি মামলা দায়ের করেছেন।
নিহত জাহিদুল ইসলাম পারভেজ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের ছাত্র ছিলেন।
নিহত শিক্ষার্থী জাহিদুল ইসলাম (নবাব পারভেজ) ময়মনসিংহের জেলার ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়ন কাইচান গ্রামে সৌদি প্রবাসী জসিম উদ্দিনের একমাত্র ছেলে ছিলেন।
জাহিদুল ইসলাম পারভেজের চাচাতো ভাই হুমায়ুন কবির বলেন, ‘আমার ভাই খুব শান্ত সৃষ্ট ছিল, কারো সাথে কখনো ঝগড়া বিবাদ করতো না, এভাবে তাকে হত্যা করবে বিশ্বাসই করতে পারতেছি না, আমরা এর বিচার চাই।
সোনার বাংলা ডিগ্রী কলেজ ভালুকার সহকারী অধ্যাপক খন্দকার ফয়জুল বারী বলেন, ‘‘শিক্ষাঙ্গনে এরকম দুঃখজনক ঘটনা কোনমতেই কাম্য নয়। এতে শিক্ষার্থীদের মাঝে আতংক বিরাজ করে ফলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট হয়। একজন শিক্ষক হিসেবে প্রত্যাশা করি সকলের মধ্যে শুভবুদ্ধির উদয় হউক যাতে করে আর কোন শিক্ষার্থীর প্রাণ অকালে ঝড়ে না পড়ে।’’
রোববার দুপুরে পারভেজ হত্যার প্রতিবাদে ভালুকায় বিরুনিয়া ইউনিয়ন ছাত্রসমাজ ও ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান।
নিহত পারভেজের জানাযা রোববার এশাবাদ নিজ গ্রামে হাজারো মানুষের সমাগমে অনুষ্ঠিত হয়েছে।