নিজস্ব প্রতিবেদক, সময় প্রতিদিন:
৩মে হেফাজতের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এবং নারী বিষয়ক সংস্কার কমিশন সহ তাদের কুরআন-সুন্নাহ বিরোধী প্রস্তাবনা বাতিলের দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ ভালুকা উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (২৫ এপ্রিল) জুমাবাদ এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ সমাবেশটি ভালুকা উপজেলা হবিরবাড়ী স্কয়ার মাষ্টার বাড়ী বাসস্ট্যান্ড চত্বর থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহা সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা হয়।
হেফাজত ইসলাম ভালুকা উপজেলা শাখার আহবায়ক হাফেজ মাওলানা আবু রাহাত কামাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আবু রায়হান উবাইদী, হাফেজ মাওলানা এহসানুল হক, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা এনামুল হক, মুফতি আল আমিন, হাফেজ শামসুদ্দীন, হাফেজ মাওলানা নাজমুল হক প্রমুখ।