নিজস্ব প্রতিবেদক, সময় প্রতিদিন:
ময়মনসিংহের ভালুকায় স্কুল ছাত্র মো. ইসহাক সাওম (১৩) এর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও অপরাধীদের বিচারের দাবীতে এলাকাবাসী ও ছাত্র সমাজের আয়োজনে বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র মো. ইসহাক সাওম ভালুকা পৌরসভার ৫নং ওয়ার্ড গ্যাস অফিস মোড় এলাকার মো. শামীম হোসেনের ছেলে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো, সাইদুর রহমান, মো. মাজহারুল ইসলাম, হাজ্বী এমদাদুল হক, সাওমের পিতা শামীম হোসেন, বিল্লাহ হোসেন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মানবন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।
পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, ফেইসবুকে একটি ছবি পোষ্ট করাকে কেন্দ্র করে বিরোধের জেরে ২৮ জানুয়ারি সন্ধ্যায় উপজেলা কোয়ার্টারের ভিতর ব্যাটমিন্টন খেলা দেখতে গেলে দূর্র্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে সাওমের উপর হামলা করে রক্তাক্ত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
এ ব্যাপারে ৩০ জানুয়ারি সাওমের পিতা বাদী হয়ে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের বর্তা গ্রামের কালুর ছেলে আরমান সহ ৭জনকে আসামী করে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৪৬।
ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ শামছুল হুদা খান জানান, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।