আগেই শোনা গিয়েছিল এবার ঈদে পর্দা কাঁপাবে থ্রিলার থেকে ভৌতিক। বাদ যাবে না রোমান্টিক সিনেমাও। প্রতিবারের মতো মেগাস্টার শাকিব খান নিয়ে এসেছে ধামাকা সিনেমা। তার দুই দুইটি সিনেমা দিয়ে শুরু হয়েছিল ঈদ। তবে ‘বরবাদ’ নিয়ে দর্শকের তুমুল উত্তেজনা থাকলেও স্টার সিনেপ্লেক্স থেকে নেমে গেল শাকিবের ‘অন্তরাত্মা’।