ঘরের মাঠেই পাত্তা পেল না বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ব্যাট করতে নেমে মোহাম্মদ সিরাজের বোলিং তোপে বড় পুঁজি তুলতে ব্যর্থ হয় তারা। এরপর জস বাটলারের ঝড়ে বল হাতে লড়াইটাও করতে পারেনি। হেরেছে বড় ব্যবধানে।
আইপিএলে বুধবার (২ এপ্রিল) বেঙ্গালুরুকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে গুজরাট টাইটান্স। দলকে জেতানোর পথে ১৮৭ এর উপরে স্ট্রাইকরেটে ব্যাট করে ৭৩ রানে অপরাজিত ছিলেন জস বাটলার। ১৯ রান খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছে মোহাম্মদ সিরাজ।