সময় প্রতিদিন, নিজস্ব প্রতিবেদক:
ফিলিস্তিনে ইজরায়েলের নেক্কারজনক গণহত্যার প্রতিবাদে দখলদার ইসলাইলের আগ্রাসনের বিরুদ্ধে মাসজিদুল আক্বসা পূণরুদ্ধারে ও মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে সারা দেশের ন্যায় সোমবার (৭ এপ্রিল) বিকালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন জামায়েতে ইসলামী, ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদ, ইত্তেফাকুল উলামা, ইসলামী তওহিদী জনতা। বিক্ষোভকারীরা মিছিলে স্লোগান দেন, নারায়ে তাকবীর আল্লাহ আকবার, ইসরাইলের পণ্য বর্জন কর, করতে হবে, ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ। মিছিলটি ভালুকা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক শান্তিপূর্ণভাবে প্রদক্ষিণ করেন। ভালুকা দলিল লেখক সমিতির উদ্যোগে সকালে ইসরাইলের গন্যহত্যার প্রতিবাদ করেন দলিল লেখকবৃন্দ।
অপরদিকে ভালুকা উপজেলা হবিরবাড়ী এলাকায় অবস্থিত কোকাকোলা ফ্যাক্ট্ররীর নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করতে দেখা যায়।
প্রতিবাদকারী সাইফুল ইসলাম খান বলেন, দু’দিন যাবত কলিজাটা কেমন জানি লাগছে আহ্! সভ্য সমাজে এরকমভাবে শিশু ও নারীদেরকে হত্যা করতে পারে, এর বিচার চাই।