ভালুকায় মুক্তিযোদ্ধা আব্দুল খালেক পরিবারের রাস্তা খুলে দিল পুলিশ

ভালুকায় মুক্তিযোদ্ধা আব্দুল খালেক পরিবারের রাস্তা খুলে দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক সময় প্রতিদিন:ভালুকা পৌরসভা পাবলিক হল রোডে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল খালেক এর যাতায়তের বন্ধ রাস্তাটি ২৪ মার্চ রোববার দুপুরে ভালুকা মডেল থানা পুলিশ খুলে দিল। সরজমিন জানাযায়, বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল খালেক খরিদা সূত্রে দুই শতাংশ জমির উপর টিনের বেড়া দিয়ে বাড়ি নির্মাণ করে দির্ঘদিন যাবত শান্তিপূর্ণভাবে বসবাসরত অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর রেখে

নিজস্ব প্রতিবেদক সময় প্রতিদিন:
ভালুকা পৌরসভা পাবলিক হল রোডে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল খালেক এর যাতায়তের বন্ধ রাস্তাটি ২৪ মার্চ রোববার দুপুরে ভালুকা মডেল থানা পুলিশ খুলে দিল।


সরজমিন জানাযায়, বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল খালেক খরিদা সূত্রে দুই শতাংশ জমির উপর টিনের বেড়া দিয়ে বাড়ি নির্মাণ করে দির্ঘদিন যাবত শান্তিপূর্ণভাবে বসবাসরত অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর রেখে যাওয়া সম্পত্তিতে স্ত্রী ও দু’টি মেয়ে নতুন করে বাড়ি নির্মাণ করার সময় পাশের বাড়ির মনির খান জোড় পূর্বক রাস্তার মাঝে ইটের ওয়াল নির্মাণ করে যাতায়তের রাস্তা বন্ধ করে দেন। ফলে মুক্তিযোদ্ধার স্ত্রী ও মেয়েরা যাতায়ত করতে পারছেনা। এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের স্ত্রী শ্যামলী আক্তার বাদি হয়ে ভালুকা পৌর মেয়র ডা. এ. কে. এম মেজবাহ্ উদ্দিন কাইয়ুম বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি কোন সমাধান না হওয়ায় পৌর মেয়র বাদিকে আইনী সহযোগীতা নেওয়ার জন্য একটি লিখিত প্রতিবেদন দেন। মুক্তিযোদ্ধার স্ত্রী বাদি হয়ে ভালুকা মডেল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। রোববার দুপুরে ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ এর নির্দেশে এএসআই বিলাস সরকার অত্র এলাকার কাউন্সিলর আনছারুল হক সবুজ সহ উভয় পক্ষের উপস্থিতে রাস্তাটি খুলে দেন।


এএসআই বিলাস সরকার বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল খালেক এর বাড়ির যাতায়তের রাস্তাটি কয়েকদিন যাবত ইটের ওয়াল নির্মাণ করে বন্ধ করে দিয়েছিল, ওসি স্যারের নির্দেশে রাস্তাটি খুলে দেওয়ায় আমি নিজেকে ধন্য মনে করছি, সব সময় ন্যায়ের পক্ষে মানুষের পাশে দাড়াতে চাই।

বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল খালেক এর স্ত্রী শ্যামলী আক্তার জানান, আমাদের যাতায়তে জন্য পৌর সভার নির্মাণ করা রাস্তাটি খুলে দেওয়ায় ভালুকা মডেল থানা পুলিশ, পৌর মেয়র ও স্থানীয় কাউন্সিলরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

SomoyPratidin
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos