হিজড়ারাও মানুষ আসুন আমরা এদের পাশে দাঁড়াই, কম্বল বিতরণকালে- ইউএনও মো. এরশাদুল আহমেদ

হিজড়ারাও মানুষ আসুন আমরা এদের পাশে দাঁড়াই, কম্বল বিতরণকালে- ইউএনও মো. এরশাদুল আহমেদ

শেখ আজমল হুদা, সময় প্রতিদিন:সমাজের মানুষ যেন হিজড়া ভাই-বোনদেরকে কু-দৃষ্টিতে না দেখে, সে ব্যাপারে উৎসাহিত করবেন। বিভিন্ন অধিকার থেকে তাদেরকে বঞ্চিত না রাখি, তারাও মানুষ, সমাজে আমাদের মতো বাঁচার অধিকার আছে। আসুন হিজড়াদের পাশে দাঁড়াই, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করলে তারা কাউকে অত্যাচার করবে না। ভালুকায় হিজড়া জনগোষ্ঠীর মাঝে গতকাল সোমবার রাত দশটায় ১১২টি কম্বল বিতরণ

শেখ আজমল হুদা, সময় প্রতিদিন:
সমাজের মানুষ যেন হিজড়া ভাই-বোনদেরকে কু-দৃষ্টিতে না দেখে, সে ব্যাপারে উৎসাহিত করবেন। বিভিন্ন অধিকার থেকে তাদেরকে বঞ্চিত না রাখি, তারাও মানুষ, সমাজে আমাদের মতো বাঁচার অধিকার আছে। আসুন হিজড়াদের পাশে দাঁড়াই, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করলে তারা কাউকে অত্যাচার করবে না। ভালুকায় হিজড়া জনগোষ্ঠীর মাঝে গতকাল সোমবার রাত দশটায় ১১২টি কম্বল বিতরণ কালে এসব কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ।

তিনি আরও বলেন, যারা হিজড়া সম্প্রদায়, তাদেরও নিজেদের উন্নতি ও কর্মসংস্থান নিয়ে চিন্তা করা উচিত। কাজ করা উচিত। মানুষের কাছে হাত পেতে জীবিকা নির্বাহ করা ভালো কোনো কাজ নয়, ইসলামে ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করা হয়েছে। এভাবে সবাই যদি দায়িত্ব নিয়ে তাদের পাশে দাঁড়াই, তারা সংশোধন হতে আগ্রহী হয়, তাহলে যৌথ প্রচেষ্টায় হিজড়া সম্প্রদায়কে সমাজের মূলস্রোতে নিয়ে আসা সহজ হবে।

স্বপ্না খাতুন (৫০) কালবেলাকে বলেন, আমার অধীনে প্রায় দেড় শতাধিক হিজড়া আছে। প্রত্যেক বছর শীতে চিরা খেতা (ছেঁড়া কাঁথা) গায় দেই, শীতে কনকনে কাপি, শীত মানে না। এই বছর শীতটা একটু বেশি, দেহেন আমি থির থিরাইয়া শীতে কাঁপতাছি। টিউনও (ইউএনও) স্যার আমারে খুশি করছে আল্লায় হেগোরে সব সময় খুশি রাহুক, আমগর হাসিনা আপা সরকার ওই বালা’
হিজড়া সাগরিকা বলেন, প্রতিদিন রাইতে শীতে অনেক কষ্ট করি। কেউ আমগরে একটা ল্যাপ-কোম্বল আমারে কেউ দেয় নাই। এ্যাহন মোনে অইছে, আমরাও মানুষ। আমার মতো মানুষের খোঁজ লওয়ার লইগ্যা ভালো স্যারও আছে।

নীলা আক্তার বলেন, আমি এইচএসসি পর্যন্ত লেখাপড়া করেছি ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ স্যারের মতো ভালো মানুষ পায়নি।

উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ হিজড়াদেরকে পালিত গরু, ছাগল, হাঁস, মুরগী ও কবুতর পালন দেখে খুব খুশি হন এবং তিনি বলেন আমিও ছোট সময় দুধ বিক্রি করেছি, কোন কাজ ছোট না। শেষে হিজড়াদেরকে স্থায়ীভাবে পূর্নবাসন করে দেয়ার আশ্বাস দেন।

SomoyPratidin
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos