নির্বাচন নিয়ে জাতিংঘের মহাসচিবের কাছে  চিঠি পাঠিয়েছে বিএনপি

নির্বাচন নিয়ে জাতিংঘের মহাসচিবের কাছে  চিঠি পাঠিয়েছে বিএনপি

সময় প্রতিদিন: রোববার (৩১ ডিসেম্বর) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা ওই চিঠি নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে পৌঁছে দেয়া হয়। এর আগে শনিবার (৩০ ডিসেম্বর) ঢাকায় জাতিসংঘসহ বিদেশি সব মিশনে ওই চিঠি দেয় দলটি। রোববার বিকেলে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এই চিঠি পড়ে শোনান রুহুল কবির রিজভী। ‘‘একটি ‘ডামি’ নির্বাচন সামনে রেখে অগ্নিসংযোগসহ

সময় প্রতিদিন: রোববার (৩১ ডিসেম্বর) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা ওই চিঠি নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে পৌঁছে দেয়া হয়।

এর আগে শনিবার (৩০ ডিসেম্বর) ঢাকায় জাতিসংঘসহ বিদেশি সব মিশনে ওই চিঠি দেয় দলটি। রোববার বিকেলে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এই চিঠি পড়ে শোনান রুহুল কবির রিজভী।

‘‘একটি ‘ডামি’ নির্বাচন সামনে রেখে অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা ঘটিয়ে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করাসহ দমনপীড়ন চালানো হচ্ছে’’- এমন অভিযোগ করে চিঠিতে বলা হয়, ‘দুই মাস রাষ্ট্রযন্ত্রের পৃষ্ঠপোষকতায় বাস–ট্রেনে হামলা, অগ্নিসংযোগসহ নানা ধরনের নাশকতা ঘটানো হচ্ছে। আওয়ামী লীগ আইনশৃঙ্খলা বাহিনীর একাংশকে ব্যবহার করে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। এসব ঘটনায় বানোয়াট অভিযোগ এনে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। বিরোধী দলের আন্দোলন দমন করে সরকার প্রহসনের নির্বাচন করতে চাইছে।’

যুক্তি দিয়ে ওই চিঠিতে বলা হয়, ‘চলমান অগ্নিসংযোগের ঘটনায় একটি সুনির্দিষ্ট প্যাটার্ন লক্ষ করা যাচ্ছে। যার একমাত্র উপকারভোগী আওয়ামী লীগ ও তার অধীনস্থ রাষ্ট্রযন্ত্র। আর প্রধান ভুক্তভোগী বিএনপি।’

চিঠিতে বলা হয়, ‘২০১৪ ও ২০১৮ সালের দুটি নির্বাচনের মতো সরকার আবারও সহিংসতা ও কারচুপির প্রহসনের নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আন্দোলনে থাকা বিএনপিসহ বিভিন্ন দল ও জোট ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করছে। এসব দল তাদের আন্দোলনের কর্মসূচি অব্যাহত রেখেছে।’

চিঠিতে বিএনপি গত ২৮ অক্টোবরের পর থেকে তাদের নেতাকর্মীদের গ্রেফতার ও হত্যাকাণ্ডের পরিসংখ্যান তুলে ধরেছে। দলটির পরিসংখ্যানে বলা হয়েছে, ‘২৮ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত তাদের দলের ২৫ হাজার নেতাকর্মীকে আটক করা হয়েছে। ২৭ জনকে হত্যা করা হয়েছে।’

SomoyPratidin
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos