ভালুকায় নৌকা প্রার্থীর নির্বাচনী পরিচালনাঅফিস ভাংচুর ও গুলি বর্ষণের অভিযোগ

ভালুকায় নৌকা প্রার্থীর নির্বাচনী পরিচালনাঅফিস ভাংচুর ও গুলি বর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক সময় প্রতিদিন: ময়মনসিংহ ভালুকা আসনের নৌকার মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনুর নির্বাচনী পরিচালনা অফিস ও স্থানীয় আওয়ামীলীগের অফিস, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর, কর্মীদের মারপিট করা হয়েছে। এর প্রতিবাদে ৩১ রবিবার ডিসেম্বর রাতে নৌকার প্রার্থী আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনুর বাসভবনে এক সংবাদ সম্মেলন করা হয়। এসময় নৌকা প্রতীকের সমন্বয়কারীর পক্ষে


নিজস্ব প্রতিবেদক সময় প্রতিদিন:

ময়মনসিংহ ভালুকা আসনের নৌকার মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনুর নির্বাচনী পরিচালনা অফিস ও স্থানীয় আওয়ামীলীগের অফিস, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর, কর্মীদের মারপিট করা হয়েছে। এর প্রতিবাদে ৩১ রবিবার ডিসেম্বর রাতে নৌকার প্রার্থী আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনুর বাসভবনে এক সংবাদ সম্মেলন করা হয়।

এসময় নৌকা প্রতীকের সমন্বয়কারীর পক্ষে আদনান খান জানান, শনিবার রাতে ভালুকায় স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াহেদ এর সন্ত্রাসী বাহিনী কর্তৃক ধীতপুর ইউনিয়নের ধলিয়া বাজারে নৌকার পরিচালনা অফিস ক্যাম্প ভাংচুর, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর ও তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী গুলি চালাতে থাকে, এক পর্যায়ে তারা বোমা বিস্ফোরণ করা হয়। এতে নৌকা প্রতীকের কর্মী আতাউর রহমানের পুত্র জাহাঙ্গীর (৩৫) ও নামিসের পুত্র হাসান (২৮) সহ কয়েকজন আহত হলে তাদের উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। অফিসের সামনে থাকা নৌকা প্রতীকের কর্মীর (১) ইয়ামাহা ভার্সন-৩ একটি, (২) ইয়ামাহা ভার্সন-২ একটি, (৩) আরটিআর (টিভিএস) একটি, (৪) সুজুকি একটি ও (৫) আর-১ ফাইভ একটি, পাঁচটি মটরসাইকেল ভাংচুর করে। এতে ১৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়।

এসময় ধীতপুর ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান খান শারফুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন- সম্পাদক ওমর হায়াৎ খান নঈম, দপ্তর সম্পাদক আফতাব আহম্মেদ মাহবুব, উপজেলা মৎস্য জীবিলীগের আহবায়ক খলিলুর রহমান সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট মো. ফজলুল আমিন লিটন বাদি হয়ে নজরুল ইসলাম সরকার (৪৮), এজাজুল হক পারুল (৪১), আশারাফুল আলম আসু (৪৪), আহাম্মদ উল্লাহ খান মৃদুল (৩২), জাকির হোসেন শিবলী (৪৪), তছলিম খান (৪২), আসাদুজ্জামান সানা (৩৫), হানিফ মাহমুদ নিপুন (৪০), জিকু (৩০), ইফতেখার আহম্মেদ সুজন (৩০), সজিব সরকার (৪০), আলমগীর কবির (৩০), নাঈম হাসান ডালিম (২৮), কামরুল ইসলাম সরকার (৪২), রাসেল সরকার (৪০), পলাশ (৩০), বাবুল খলিফা (৫০), সাকিবুল আলম খান (৩৬), মো. হানিফ খান (৩৫) জনের নাম উল্লেখ করে অজ্ঞাত শতাধিক জনের নামে মডেল থানায় মামলা (নম্বর-২৯, ৩১/১২/২৩) দায়ের করেছেন।

কর্মীকে মারধরসহ পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনায় নৌকা প্রতীকের প্রধান নির্বাচনি এজেন্ট মো. ফজলুল আমিন লিটন বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ শতাধিক অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগ যুগ্ম সম্পাদক ওমর হায়াত খান নঈম, ধীতপুর ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান শারফুল ও উপজেলা আ.লীগের সহ-দপ্তর সম্পাদক আফতাব আহমেদ মাহবুব।
স্বতন্ত্র প্রার্থী এমএ ওয়াহেদের সমম্বয়ক নজরুল ইসলাম সরকার জানান, নৌকার সমর্থকরা আমাদের নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর, মারধর ও লুটপাট করেছে, এতে সাবেক ইউপি চেয়ারম্যানহ ৯ জন আহত হয়েছেন।

ভালুকা মডেল থানার ওসি শাহ মো. কামাল আকন্দ জানান, নির্বাচনী ক্যাম্প ভাংচুর ও হামলার ঘটনায় মামলা হয়েছে, গোলাগুলির বিষয়ে তদন্ত চলছে।

SomoyPratidin
ADMINISTRATOR
PROFILE

Posts Carousel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

Latest Posts

Top Authors

Most Commented

Featured Videos